
আখি রেমার গারো গ্রামের এক নারীর সাহসিকতায় গড়া স্বপ্নের যাত্রা
নেত্রকোনা জেলার বিরিশিরি ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম দাখিনাইল। এখানেই বাস করেন গারো সম্প্রদায়ের এক পরিশ্রমী নারী—আখি রেমা। প্রতিদিনের কাজের মাঝে মুখে লেগে থাকে একরাশ হাসি আর পানের লাল রঙে ভরা প্রাণবন্ত মুখ। নিজের কথা যখন বলেন, তখন বোঝা যায়—তিনি কেবল একজন খামারি নন, বরং একজন গর্বিত নারী যিনি স্বামীর পাশে দাঁড়িয়ে নিজের পরিবারের স্বপ্ন পূরণে…